এখানে কোন কৌতুকই আমার নিজস্ব রচনা নয়-সবগুলোই বিভিন্ন ওয়েব পেজ, বাংলা
ব্লগ থেকে নেওয়া। রচয়িতাদের সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের একটু হাসির সুযোগ
করে দেয়ার জন্য।০১.
ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে? টিচার বললেন, তোমার আম্মুর বয়স কত সোনা? পিচ্চি বললো, চল্লিশ। টিচার বললেন, হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।
পিচ্চি এবার বললো, আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে? টিচার বললেন, তোমার আপুর বয়স কত সোনা? পিচ্চি বললো, আঠারো। টিচার বললেন, হ্যাঁ, তোমার আপু







চৈত্র মাসের শেষের
দিক। বাংলা ব্লগের সবচেয়ে জনপ্রিয় ব্লগার রবি ঠাকুর বেশ বিপাকে পড়ে
গেছেন । তার কম্পিউটারে অভ্র সফটওয়ারটা কাজ করছে না । এদিকে দারুন দু লাইন
মাথায় ঘুরঘুর করছে। এখনি লিখে ফেলতে হবে । হাতের কাছে এখন আর কাগজ কলম
খুজে পাওয়া দুষ্কর । মাথায় থাকা দুই লাইন জপতে জপতেই কবি অভ্র সফটওয়ার
ডাউনলোড করে ইন্সটল করলেন । এরপর গরম কফির কাপে চুমুক দিতে দিতে লিখলেনঃ






