Love43. Powered by Blogger.
RSS

প্রেমের কবিতা(সংগ্রিহিত)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3ACbGeXWxtaZMSZmLaXs9t4Xj5UhsAcVx7_ZQ-_12WOPva1SGfBP4OUy58G7OSC74JO2eoKUx-9eV9IojvwkRyEXy3aPNUlnXkTbWMoezc5PjGJYlLF5uZG3FzZ8FPQkIU89bzM6Bx2Us/s640/bangladeshi-model-actress-badhon-28.jpg

প্রেম ও ভালবাসা

এ্যাই সুন্দরী-
শোন-
তোমাকে দুটি শব্দের কথা বলব-
প্রেম ও ভালবাসা।
তুমি চিন তাদের?-
তোমার ওই কোমল অন্তরে তাদের অবস্থান
তোমার হিজল
কালো চোখে তাদের দ্যুতি
অনুধাবন করেছ কি কখনো তাদের?
ভেবে দেখেছ, তারা কি চাই?
আমার আশ্রয়েই তারা পরিপূর্ণতা পাবে
বিশ্বাস না হলে জিজ্ঞেস কর তাদের-
বুঝেছ তুমি মেয়ে-
আর শোন-
তোমার অপেক্ষাতেই আমি চেয়ে আছি
রজনীর শেষ ধাপেই শুধু আমার ধৈর্য ভেঙ্গে যাবে।

Shudhui Bortoman

চলে গেছে যেদিন শুধু তার জন্যই মায়া,
যেদিন আসেনি শুধু তার পথ চাো?য়া,
বর্তমান কি কিছুই নয়?
আমার সুখের ষোল আনা
বর্তমানেই পাো?য়া!


আমার স্বপ্নের ভালবাসা,,,,,,,,,,,,,

খুজে ফিরি তোমার ছায়া
প্রতিটি তারার ভিরে হাটি হাটি পায়ে
আমি চলি তোমার খোজে
মাঝে মাঝে তারা গুলোকে অচেনা লাগে
আমি হয়ে যাই অন্য মানুষ
আমি খুজে পাই তোমার পদচ্ছাপ
ছুটে চলি তোমার পথে তোমারি আশায়
মাঝে মাঝে তারার ভির থাকে নাহ
আমি হারিয়ে যাই অন্য কোথাও
খুজে পাই না নিজেকে আমি
আমি হয়ে যাই দিশেহারা
কেন হয় এমন জানিনা আমি
শুধু জানি তুমি আমার প্রথম চাওয়া
আমার স্বপ্নের ভালবাসা


______সোনার বাংলাদেশ_______

স্বাধীনতা মানে পুকুরে,বিল,ঝিলে,নদী,সাগরে
মাছদের অবাদ সাঁতার।
______স্বাধীনতা মানে পাখিদের
______নীল আকাশ জুরে স্বাধীন বিচারণ।
স্বাধীনতা মানে সবুজ গাছদের বনে, জঙ্গলে,রাস্তার ধারে,
নির্মল বাতাসে ছায়া দান।
______স্বাধীনতা মানে চঙ্চল প্রজাপতির
______রং বেরং এর পাখনা মেলে উড়ে বেড়ানো।
স্বাধীনতা মানে পশুর ছানাদের
মায়ের সাথে খুনসুটি আর এদিক ওদিক ছুটাছুটি।
______স্বাধীনতা মানে গভির রাতে
______তারাদের অভিসার।
স্বাধীনতা মানে জোনাকিদের
রাতভর আলো দান।
______স্বাধীনতা মানে লাখো শহীদের
______রক্তে কেনা মুক্ত সোনার দেশ।
______স্বাধীনতা মানে সবুজ পতাকায়
______লাল সুর্যের সোনার বাংলাদেশ।
**********


______মেঠো পথে পথিক হাটে রৌদ্র ছায়ায়_______

চৈএ এর খরতাপে
রোদে রোদে যায় বেলা
মেঘের ছায়ায় শঙ্খচিল নিলীমায় উড়ে বেড়ায়।
কাকগুলো হা করে
তৃঙ্চনার প্রহর গুনে
পাখির ছানারা চেঁচিয়ে উঠে মায়ের ঠোঁটের খাবার খোঁজে ।
মেঠো পথে পথিক
বহু দুরে যায়
বটের ছায়ার তলে খানিক জুরায়।
______মেঘের ছায়ায় শঙ্খচিল,
______দ্বি-প্রহরে কাক;
______মেঠো পথে পথিক হাটে রৌদ্র ছায়ায়!!!!
***********


_______বসন্তের কাকের সাতকাহন_______

গাছ বিহীন এই নগরে,ইট সুরকির এই দালানে,
এক জোরা পাতি কাকের সাতকাহন!!!!!
ঝাড়ুর সোলা ও অন্যান্য আবজনার অংশ বিশেষ-
সংগ্রহে মহা ব্যবস্থ!পাতি কাক জোড়া;
বাসা তৈরী আর ডিম ফুটানোর তাগিদে।
এ এক মহা আয়োজন!
খাবার খোঁজা আর বাসা তৈরীর কাজ।
___[৬তলা ভবনের ৫ম তলার দখিন-পশ্চিম কনায় সান সেটের
নিচে পয়:নিষ্কাশন পাইপের একটু জায়গায় এই আয়োজন]
তৈরীর শেষ পর্যায় বাসাটির ৭ম দিনে,
হটাত গেল ভেঙ্গে।
আবার শুরু নতুন করে——–
স্বপ্নের বাসা তৈরী হয়,বসন্তের এই দিনে।
কোকিলের অত্যাচার বিহীন এই নগরে,
পাতি কাক জোরা ডিমে তা দেয় নি:চিন্তে।
________স্বপ্ন দেখা,ডিম ফুটানো
________ছানার ঠোঁটে,খাবার জোগানো;
________মায়ের ঠোঁটে, গিলছে দানা,
________লেজ উচিঁয়ে, মেলছে ডানা।
*******************

______তোমার মিতালী আমার____

M.A Mannan | ২২ মার্চ ২০০৯ ১:৩৪ অপরাহ্ন
হে ফাগুন,
তোমার মিতালী আমার,
সময়কে রঙ্গীন করে।
প্রজাপতির পাখায়,
দল বেধেঁ লাল পিপড়ার সারি,
বাতাসে ফরিং এর দল,
ডুপ সাঁতারে মাছের ঝাঁক,
সবুজ পাতার ফাঁকে বৌ কথা কও,
দখিনা বাতাসের মত শিহরণ জাগায়,
তরতাজা লাউ এর ডগায় বাঘা ফরিং,
ভাবনার জ্বালে দোল খায়।
সে কি তোমার জন্য??
ভাবনায় বুঁদ হয়ে থাকা,সরীস্রিপের মত শীত নিদ্রা শেষে,
খলস এরানের অপেখায়।
হে ফাগুন,
তোমার মিতালী আমার,
এবরো থেবরো জীবনকে সজীব করে।
**************


_____শালিক ছানার হলুদ ঠোঁট______

সময়কে ছোঁয়ার জন্য কবিতার হাতছানি,
ফাল্গুনে পলাশের মত,
কৃষন্চুড়ার লাল দল।
হাজার বছল আগে!!!!!
হলুদাভা সোনালু ফুলে সাজানো বাসরে,
কৃষ্নকুমারী বাংলার!মাতৃজঠরে পুষ্ট হয়,
পদ্যের জন্য কবির,
এবং কবিতার সহযাপন মেঘ আর বৃষ্টির মত।
স্বপ্ন মেঘমালা মেঘের ভেলায়,মেঘে মেঘে ঘুরে বেড়ায়,
বসন্তের এই পাগলা হাওয়ায়।
মন উদাস করা দখিনা বাতাস স্বপ্ন বোনে,
শালিক ছানার হলুদ ঠোঁট আর নতুন পাতার মত সতেজ,
বসন্তের এই দিনে।
_________দ্বিপ্রহরের তীব্র রোদে
_________আকাশ হারায় দুরে,
_________মেঘের ছায়ায় কৃষক তার;
_________গরুর লাঙ্গল টানে।
***************

অন্তত অমানুষ তো হয়নি

বাবা তুমি বলেছিলে
মানুষ করবে তোমার খোকাকে।
কিন্তু তুমি চলে গেলা তোমার খোকাকে ছেড়ে।
একেলা রেখে এই বিশাল ভুবনে
সেই অচেনার দেশে।
মা, সে ও তো গিয়েছে সেই কবে
তুমি বোধ হয় অনেক বেশী ভালবাসতে মাকে
তাইতো তুমি চলে গেলে তারই কাছে।
একটি বারও ভাবলে না
তোমাদের এই খোকার লাগি
কেমনে খোকা বেঁচে থাকবে তোমায় ছাড়ি?
যতই দূরে থাক তোমরা
ভুলেনি তোমাদের খোকা।
মানুষ যদিও হতে পারেনি
অন্তত অমানুষ তো হয়নি।
প্রতি পলকে তোমাদেরকে স্বরনে রেখে
মুক্ত আছে সকল অন্যায় অবিচার থেকে।
আজি এই পত্রখানি লিখলাম আমার ব্লগে
জানি না পৌঁছবে কিনা তোমাদের কাছে।
তোমাদের অভাব পূরন হয় নাই
আর হবেও না ইহ জগতে
তোমাদেরকে সর্বক্ষণ মনে পড়ে ।


_____তোমাকে খুঁজেছিনু _____

তোমাকে খুঁজেছিনু তারা ভরা আকাশে
বসন্ত রাতে,
দখিনা বাতাসে।
নিশিচর প্রাণীদের[বাদুর] মত,
জোনাকিদের দলে মিশে,
সবুজ অরন্যে ঘুরে ঘুরে-
তোমাকে খুঁজেছিনু রাতভর।
উড়ে যাওয়া হুতুম পেঁচার পাখার শব্দে,
চুপিসারে ডুবে যাওয়া চাঁদের নিথর আলোয়,
কাক ডাকা ভোরে-
তোমাকে খুঁজেছিনু স্বপ্ন তন্দ্রয়।
****************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS